• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৯ | এপ্রিল ২০১৫ | কবিতা
    Share
  • নূতন পাতার উৎসব : মায়া সেনগুপ্ত


    মন্থর সন্ধ্যা আসে ধীর পদক্ষেপে
    গভীর বেদনা বয়ে রাত ঘন হয়। অবিশ্রাম
    ঢেউয়ের গান শুনি। সজনে গাছের পাতারা, ফুলেরা
    স্রোতের জলে ভেসে যায়। এক আকাশ নিঃসঙ্গতা নিয়ে
    আমার কথারা ভোরের অপেক্ষায় ক্লান্ত হয়।।

    আমার দিনগুলো  আমার রাতগুলো
    সমস্ত অস্থিরতা নিয়ে কোথায় যায়, কে জানে!
    হয়তো ঈশ্বরের কাছে— মায়াবী রাতের দীর্ঘশ্বাস
    ঢেকে যায় অলৌকিক ভোরের হাত ধরে। শুধু
    অসমাপ্ত সংগ্রহ পড়ে থাকে।।

    দীর্ঘ বিষাদ ফিকে হয়ে আসে
    পাতা ঝরার দিন, গাছে গাছে
    নূতন পাতার উৎসবের শুরু
    বৌদ্ধ পতাকার শান্তি ছড়িয়ে যায়
    দিগন্ত পার হয়ে।

    অনন্য সাধারণ আলোয় ভেসে যাচ্ছে চারদিক।।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments