• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৫৯ | এপ্রিল ২০১৫ | কবিতা
  Share
 • বয়ঃসন্ধির কবিতা : কৃষ্ণা বসু


  বয়ঃসন্ধি নূপুর হয়ে বেজেছে তোর সারা শরীর জুড়ে। খুশির তুফান ছড়াস যে তুই হাসির স্তরে স্তরে; তুই কি জানিস এ সভ্যতা মুখব্যাদান করেই আছে। যে-কোনোদিন তোদের কাছে নারীসত্তা গুঁড়িয়ে দিয়ে নষ্ট করে ধ্বস্ত করে দিতেই পারে। তোকে কী ছাড়ে মুঠোর মধ্যে ধরতে পেলে! বয়ঃসন্ধি নূপুর হয়ে বেজে উঠছে সারা শরীর জুড়ে। সভ্যতাকে কুর্নিশ তুই করিস নাকি ওরে? এ সভ্যতার মধ্যে আছে অজস্র সব অসভ্যতা। ধ্বস্ত করে ধ্বংস করে দিতেই পারে সকল কথা। সাবধান তুই সোনা মেয়ে খুব সাবধান। এ সভ্যতা নয় ততোটা খরসান আর এ সত্যই জেনে রাখিস সারা জীবন তোর পিছনে ঘুরে মরবে নাছোড় অন্ধকার! জায়গা কোথায় আর?


  অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)