• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৯ | এপ্রিল ২০১৫ | কবিতা
    Share
  • বৃষ্টিভোরের পাখি(সূচিপত্র) : ইন্দ্রাণী মুখোপাধ্যায়


    সে ছিল সারারাত জলের খুব কাছে
    সে ছিল পাখিদের স্নানে
    সে ছিল কথা আর সুরের হাতচিঠি
    যে চিঠি পাহাড়ের কানে—

    বলেছে নদী আর ডুবেছে মহুয়ায়
    বারীষে ভিজিয়েছে প্রাণ
    এখনও তার ভেজা অধরে ভৈরবী
    কন্ঠে তবু অভিমান—

    ঝিকিয়ে ওঠে তার যখনই স্রোত আসে
    পাথর ছেনে প্রতিবার
    নদীটি ব্যথা লেখে এবং ভালোবাসা
    কলমে অদেখা পাহাড়

    সে লেখা ছুঁয়ে যায় আমার করকোষ
    আকাশে কান্না ঘনায়
    কখন দেখা হবে? আবহমান সেই
    নদীকে ছুঁই চেতনায়


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments