• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৯ | এপ্রিল ২০১৫ | কবিতা
    Share
  • অনুমান : বিভাস রায়চৌধুরী


    দূরে চলে যাও... দূরে...
    অনুমান করি শুধু বাঁক...

    মনে-পড়াগুলো মনে পড়ে?

    এটুকু ভাবাক!

    এটুকু অন্তত ভেবে
    আকাশের দিকে যদি তাকিয়েছ ফিরে,

    ঘুমোতে পারব আমি আরও কিছুকাল
    ক্ষতের গভীরে...


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments