• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬০ | আগস্ট ২০১৫ | কবিতা
    Share
  • তামাক গন্ধের পথ : ইন্দ্রনীল দাশগুপ্ত


    মায়ের কাছে ছিল বাঙ্গালদের ভাষা
    চূনের কৌটোয় প্রাচীন কত চাবি
    তাম্বুলের খোপে সোনার আশরফি
    তামাকগন্ধী —

    মায়ের কাছে ছিল ব্রিটিশ আমলের
    পুরোনো কিছু নাম, নতুন স্মৃতি ফেলে,
    অযথা ত্যাগ করে নূতন বস্ত্র,
    তাদেরই সঙ্গী —

    করার অধিকার ? তামাক গন্ধের
    পথের কতবার দেখেছি আমি দ্বার।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments