• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬১ | ডিসেম্বর ২০১৫ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : রাহুল রায়





    অমরত্বের প্রত্যাশী

    কলেজের দিনগুলোর ছোঁয়াচ গায়ে লাগিয়ে
    সেই যে ফেসবুকে ছবি দিয়েছিলে
    সেটাই রয়ে গেছে, পালটাও নি।
    কতো পালটায় প্রোফাইল পিকচার
    একা থেকে সঙ্গে বেটার হাফ,
    তারপর হাঁটি-হাঁটি-পা-পা
    নতুন প্রজন্মের সঙ্গে চুলে রুপোলি ঝিলিক
    পর্ণমোচী পাতায় আসন্ন ঝড়ের ফিসফাস।

    ধরা সব-ই মুখ-বইয়ের পাল্‌টানো পাতায়।
    খালি তোমার চোখে এখনো ফার্স্ট ইয়ারের স্বপ্ন দেখা

    তুমি কি প্রত্যাশী অমরত্বের?


    ট্যুইটার ফীড

    ট্যুইটার ফীডে কবুতরটা ডানা ঝটপট করে
    লিখে গেল--যদিও তোমায় দেখিনি কতো, কতো বছর
    বাট আই স্টিল লাভ ইয়্যু।
    ১৪০-এর শাসন বাঁচিয়ে লেখা যায় তো আরো কতো
    লিখলে না কেন!
    শব্দ-খরচে এত কৃপণতা?
    আরো চার কী বন্দী করেছে তোমার আঙুল?
    কে তুমি? ফীডের সইয়ে কুয়াশার ঘনঘটা কাটিয়ে
    এসো না গো, যে হও সে হও
    এসো না গো ফেসবুকে
    দুচোখ ভরে দেখি, আমার পুরোনো বসন্তের বাতাস।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments