• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬১ | ডিসেম্বর ২০১৫ | কবিতা
    Share
  • বৃষ্টিভোরের পাখি(সূচিপত্র) : ইন্দ্রাণী মুখোপাধ্যায়


    বছর পেরিয়ে আজ আবার লেখার কাছে ফিরি
    এখানে জীবন সেই মলিন গানের মতো বেজে যায়
    যেন কিছু পুরাতন রোদ, অজর রয়েছে নৌকায়

    ও নৌকা ভেসে গেছে সমস্ত জীবন থেকে দূর মহাদেশে
    তুমি তাকে প্রেম দাও, অবকাশ দাও—প্রশ্ন কোরো না কেন
    দূরে যাও? একান্তে গভীর হয়ে থাকো

    এ আমার ঘরদোর অথচ অন্যের কাছে ঋণী
    বাগান, গাছের ছায়া পাখি ও ফড়িং সব পর হয়ে গেছে
    ফুল ফোটে তবুও কখনও, আশ্চর্য সম্পর্ক এক
    গড়ে ওঠে শাখায় শাখায়

    কবেকার সেই কথা তোমাদের নৌকা শোনাবে
    যে নৌকা চলে গেছে কবে কোন দূর মহাদেশ
    তার কথা মনে করে ভেসে যায় ইমন কল্যাণ



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments