• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬১ | ডিসেম্বর ২০১৫ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • কেমন করে বৃষ্টি পড়ে : সিক্তা দাস


    মেঘগুলো সব বলেছিল, বৃষ্টি দেব তোদের,
    কিন্তু একটা শর্ত আছে, শুনবি যদি, বলি।
    তোদের আছে পুকুর নদী জলা সাগর বিল
    কয়েক বিন্দু জলের কণা আমায় তোরা দিবি।
    কেমন করে হবে, আহা তোরা জানিস না?
    বলছি আমি, মন দিয়ে শোন, এবার ভুলিস না।
    তাপের ছোঁয়ায় জলের কণা বাষ্প যখন হবে,
    হালকা হয়ে অমনি তখন আকাশ বুকে এসে,
    মেঘের মতো করবে খেলা, কেবল ভেসে ভেসে।
    আকাশবুকে ঠাণ্ডা হলেই, বাষ্প আবার জল,
    মুক্তোকুচি জলের কণা খুব খুশি তখন।
    খেলতে খেলতে বন্ধুরা সব করবে জড়াজড়ি,
    ওজন বেড়ে জলের কণা হবে বেজায় ভারী।
    পারবে না আর ভাসতে, "ভারী-জিনিস নিচেই পড়ে।"
    ঝুপুর ঝুপুর নুপুর টুপুর পড়বে ঝরে ঝরে।
    গাছের পাতা, মাটি তখন করবে আকুল স্নান

    "বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান।"


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)