• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬১ | ডিসেম্বর ২০১৫ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • প্রিয় জিনিস : কৃষ্ণা বসু


    পিঠে পুলির দিন গিয়েছে, চিকেন চাউ-ই খাই,
    দাদুও নেই, দিদাও নেই, জীবন যাচ্ছেতাই!
    আমরা যারা ছোট্ট খুব শখ-আহ্লাদ কই?
    শখবিহীন বিশ্রী জীবন, জব্দ হয়ে রই।
    কম্পিউটার ভিডিও গেম অল্প অল্প খেলি,
    মোবাইলটা নিয়েও ভাই সোফায় একটু হেলি
    পায়েস নেই, সরু চাক্‌লি, ও সব কিছুই নেই,
    অতীত থেকে পরম্পরার হারিয়ে যায় খেই।
    একটা জীবন মস্তজীবন স্বপ্ন দিয়ে ঘেরা
    মানবজীবন শ্রেষ্ঠ পাওয়া সব জীবনের সেরা!
    কিন্তু যদি শখ-আহ্লাদ কিছুই না হয় রপ্ত
    রূপকথারই গল্পটা কই? কোথায় কন্যা সপ্ত?
    সাতকন্যের একখানি ভাই ঘোড়া ছোটাই খুব,
    অতীত দিনের গল্পকথায় দিচ্ছি দারুণ ডুব
    পিঠেও চাই পায়েসও চাই, পিঠে পুলির গন্ধে
    মৌতাত কী জমে উঠত আড্ডা এবং সন্ধেয়
    নিজের দেশের অতীত ভুলে লাভ কি আছে কিছু?
    নিজের জাতির সব ভুললে মাথা হয় যে নীচু!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)