• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬২ | মার্চ ২০১৬ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • ফুটুক হাসি গোলাপ রাঙা : তোফায়েল তফাজ্জল


    সবার মুখে জুটুক খাবার
    ফুটুক হাসি গোলাপ রাঙা
    জোড়া লাগুক, থাকুক অটুট
    আগে যে মন ছিলো ভাঙা।

    লুকিয়ে থাকা দুঃখগুলো
    দূর হয়ে যাক ভোর না হতেই
    বাজে চিন্তার ভিমরুলেরা
    মারা পড়ুক উড়ার পথেই।

    হীনবলকে হয়রানিতে
    ঝুলিয়ে রাখার বিদ্যাগুলো
    হারিয়ে যাক যেম্নি হারায়
    বাকুল্লাতে তুলো-ধুলো।

    ক্ষুদ্রমনার রাক্ষুসে গাছ
    লোকালয়ে আর না বাড়ুক
    হিংসা কিংবা অহংকারে
    আর না কোথাও ছোবল মারুক।

    বারুদ ছোঁড়ার ভুলকে ভুলে
    হাতে হাতে ফুল শোভা পাক
    সারা বছর কানে আসুক
    শ্বেত কপোতের উড়াল ও ডাক।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments