• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৪ | সেপ্টেম্বর ২০১৬ | কবিতা
    Share
  • বাক্যহীন : কালীকৃষ্ণ গুহ


    অন্ধকার দিন ছিল আজ।
    পিছনে আরও অনেক অন্ধকার দিন
    রয়ে গেছে।

    অন্ধকার দিনে কথা বলার শান্তির মধ্যে
    বসে ভাবি,
    কথা না-বলাই ভালো।
    সমস্ত কথা ছোটো হয়ে আসে শেষপর্যন্ত—
    তুচ্ছ হয়ে আসে।

    লক্ষ করি,
    কথার সমগ্রতায় নির্বাক ব্যক্তিমানুষ —
    কথার তুচ্ছতায় দূরে একটা-দুটো
    নিশান উড়ছে।

    দেখি,
    বাক্যহীনের পাশে দাঁড়িয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়

    বাক্যহীনের পাশে বিধ্বস্ত পুরোনো সেই
    মহাকালের মন্দির।



    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments