• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৪ | সেপ্টেম্বর ২০১৬ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : অংশুমান দাশ


    পুরনো দেওয়াল

    প্রতিদিন নতুন জ্যোৎস্না নিয়ে
    যে চাঁদটা জন্মায়,
    তাকে বলিস--
    আকাশটা পুরনো তার,
    আসছে বছর চৈত্রের বাজারে
    সেটাকে বদলে ফেলতে।
    আমি তাকে দেব চকমকি পাথর
    জোনাকি আর রাংতা চুমকি,
    বানিয়ে নিক তারা-টারা বজ্র-বিদ্যুৎ।
    নতুন আলো টাঙালেই কি আর
    রোজ রোজ সেজে ওঠে পুরনো দেওয়াল?


    ডাকনাম

    যারা দিয়েছিল ডাকনাম,
    কোন দেশে থাকে তারা,
    কোন গ্রামে মানুষের ভিড়ে,
    যারা দিয়েছিল ডাকনাম
    তারা কেউ ফেরেনি কখনও,
    এমনকী একলা দুপুরেও।
    ডাকনামে তবু কারা ডাকে
    বৃষ্টি ও পাতাঝরা দিনে
    যদি শুনি গাছের হৃদয়ে,
    যারা দিয়েছিল ডাকনাম
    তারা সব সাদাকালো ছবি
    ভেসে থাকে ডিজিটাল হয়ে।




    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments