• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৪ | সেপ্টেম্বর ২০১৬ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • ভাগ্যিস : চিরন্তন কুণ্ডু




    বর্ষাকালেই হোক না পুজো - প্যাঁকপ্যাঁকে হাঁস বলে -
    সব মণ্ডপ ভাসবে, মজায় কাটব সাঁতার জলে ।
    ময়ূর বলে - ঠিক বলেছিস, নাচব পেখম মেলে
    অবাক হয়ে দেখবে লোকে থিমের বাহার ফেলে ।
    শুঁড় নাচিয়ে বলল গণেশ - বর্ষা মানেই ইলিশ,
    লক্ষ্মী মেয়ের আপত্তি নেই - সবাই যদি বলিস ।

    অসুর কিন্তু ঘ্যানরঘ্যানর - মশার বড় উৎপাত,
    কামড়ে যদি দেয় খালি গায় ডেঙ্গু হবেই নির্ঘাত ।
    সবাই তাকে দাবড়ে বলে - তুই কোথাকার উজবুক -
    কামড় খাবি সিংহের, আর মশার বেলায় ধুকপুক !

    সবাই মিলে মায়ের কাছে জানায় যখন আবদার
    শুনেই মায়ের চোখ কপালে - লাগেজ নিয়েই জেরবার -
    দশটা হাতেও থই পাই না, কী যে বলিস যা তা !
    এর ওপরে বইব আবার কে সি পালের ছাতা ?



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments