• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৪ | সেপ্টেম্বর ২০১৬ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • এবং আমি : ব্রতী ভট্টাচার্য


    শব্দগুলো মাথার মধ্যে,
    জব্দ হয়ে সঙ্গী বাড়ায়—
    ভাবটা তখন ইচ্ছে-ফড়িং,
    তিড়িং বিড়িং আকাশ ছাড়ায় ।

    আমি তখন আঁচড় দিয়ে
    বুকের উপর উল্কি আঁকি—
    ভাব এলো না ছন্দ গেল ?
    হয়তো সবাই দিচ্ছে ফাঁকি।

    রাজ্য গেলো রাজাও গেলো —
    আর যা যাচ্ছে হয়তো দামি,
    রইলো তবু হাতের যে পাঁচ,
    থাকবে সেটা সেটাই 'আমি'।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)