• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৫ | ডিসেম্বর ২০১৬ | কবিতা
    Share
  • জীবনের অঙ্ক : মলয় সরকার


    জীবনের সরল অঙ্কটা কখনই আমার
                                    সোজা মনে হয় নি।
    তৃতীয় বন্ধনী তুলে দেখি দ্বিতীয় বন্ধনী
                                   রাস্তা আগলে দাঁড়িয়ে,
    দ্বিতীয় বন্ধনী তুলে আবার প্রথম বন্ধনীর মুখোমুখি,
    যেটা আর কখনই তোলা সহজ হয় নি।
    অনেক কষ্টে যখনই তুলেছি প্রথম বন্ধনী,
    দেখি এক বিরাট শূন্যই পড়ে আছে শেষে।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)