• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৫ | ডিসেম্বর ২০১৬ | কবিতা
    Share
  • সুন্দর : কালীকৃষ্ণ গুহ


    তুমি ঘুমোও —
    তোমার ঘুমিয়ে পড়ার পর দ্বিতীয় পৃথিবী।

    দ্বিতীয় পৃথিবীর রাত্রির আকাশকে
    গ্রহণ করতে চেয়েছি।

    সুন্দরকে গ্রহণ করতে হবে —
    যদিও তার মুখ চিরদিন ঢাকা।
    সে
    সত্য।

    বলা হয়েছে
    সত্যের মুখের ঢাকনা খুলতে হবে —
    চিরকালের এই কাজ।
    আকাশকে গ্রহণ করতে হবে।

    কত - যে আহত নরনারী
    যুগ যুগ ধরে এই কাজের দিকে এগিয়ে চলেছে ...


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)