• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৫ | ডিসেম্বর ২০১৬ | কবিতা
    Share
  • ভূত চতুর্দশীর রাতে : ইন্দ্রনীল দাশগুপ্ত


    ভূত চতুর্দশীর রাতে যাদের সঙ্গে যাবার কথা
    তারা এসে দেখবে আমি ব্লেজার পরে তৈরি, থাবায়
    ঠান্ডা হচ্ছে কফির কাপ। যা নামিয়ে ছুটব; যাচ্ছি কোথায়?
    হাসবে কিন্তু জানি জবাব দেবে না সেই গোয়েন্দারা।

    থাবার সাথে লাগিয়ে থাবা, কপালে এক ভস্মতিলক--
    গণ্ডগোলের রাজা আমি। আশা করছি লাগবে ভালো
    তাদের। এই যে জ্বালিয়ে রাখা চৌদ্দটি হৃদয়ের আলো,
    জেগে থাকা, কীসের জন্য?
                                        অপেক্ষাতে, হ্যাঁচকা টানের--




    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments