• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৭ | জুন ২০১৭ | কবিতা
    Share
  • তুমি যাকে খুঁজছ : তৃষা চক্রবর্তী


    আমি তো অতীত নই কোনো। আমি কে তবে? কোনো বর্তমান অথবা
    ভবিষ্যতে গাঁথা ঝাঁঝরির ফাঁকে গলে পড়া একটা কিছু? আমায় তুমি
    খুঁজে পাচ্ছো না কেন? এই তো আমি, আমিই তো দেখো এই। তুমি
    খুব বড়ো হয়ে গেছো। ছোটোবেলা যখন বলেছি, এই তো আমি,
    দুঃস্বপ্নের ঘুম ভেঙে উঠে, বলো, তুমি বিশ্বাস করোনি সে কথা?
    অন্ধকারে ঘেমে ঠান্ডা হয়ে তুমি বলোনি, মানুষই সবচেয়ে শীতল।
    ডাকো আমাকে, ফিরে ডাকো, তোমায় আলিঙ্গন করার জন্য সদাই
    প্রস্তুত আমি। আমাদের তীব্র আলিঙ্গনবদ্ধতা কোনোদিনই সম্ভব নয়
    জেনে, আরো গোপনে, আরো চিৎকারে, আরো আকুল হয়ে ডাকো।
    আমায়।

    বলো, তুমি প্রথম যেদিন খেলতে খেলতে পড়ে গেলে, এতটুকু একটা
    কালশিটে দেখে অচেনা লাগলো তোমার, তখনও ব্যথা আসেনি, সদ্য
    কালশিটে, আমায় জিগেস করোনি তুমি, 'কী এটা?' রক্ত জমে নীল
    হয়েছে, বিশ্বাস করেছিলে, বুঝতে পেরেছিলে সব? শুধু ভয়ে ভয়ে দুবার
    বলেছিলে, 'ব্যথা, ব্যথা'।

    খুব প্রিয় নতুন রুমাল হারিয়ে এলে প্রথম যেদিন, এখন তো রোজই
    হারাও, সেদিন তুমি বলতে পারোনি, কান্না দলা পাকিয়ে ছিলো গলার
    কাছে, প্রিয়শোকে অথবা কি ভয়, তুমি কি তখনো নিজেকে চিনতে?
    দেখো, মন স্থির করে দেখো, যা যা দেখেছো, সে সবই তোমার মনে
    আছে কি না, তোমার মন সমস্ত দেখায় ছিলো কি না, না যদি থাকে,
    তবে কোথায় ছিলো? এই যে তুমি সমুদ্র চেয়ে একরাশ শ্রুতিগ্রাহ্য
    অন্ধকার কুড়োলে কেবল, আর বললে এই তো পেয়েছি, কী দেখে
    মেলালে বলো? আমার নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা তুমিও তো পাঠাওনি
    কখনো। অথচ তো তুমি, খুঁজছ আমায়। কী দেখে আমি মনে হলো?

    ঐ যে সার সার ডিঙি নৌকার আলো, স্থির হয়ে আছে, অথচ প্রত্যেকে
    তারা বৈনাশিক গতিলব্ধ, ওকেই কি তুমি মহাকাশ ভেবে ভুল করলে?
    আহ্, তুমি বোধহয় পাগল হয়ে যাচ্ছো। অপরের ব্যথাকে নিজের মনে
    করে খামকা কাঁদছ হঠাৎ, আর চাইছ, এখুনি সব ধ্বসে পড়ুক, পাথর,
    বালি, মাটি। এ বড়ো স্থির জীবন, ধ্বংসের মুখোমুখী প্রত্যক্ষত না
    দাঁড়ালে নান্দনিকতার পাহাড় ডিঙোতে তোমার লাগবে এক
    শতাব্দীকাল। শতাব্দ? সময় সম্পর্কেও কি তুমি তবে জেনেছ? এত
    জেনে, ভয় পাও কেন। ভয় যদি পাবেই, তবে জানতে যাও কেন।

    তুমি ভুলে যাচ্ছো, আমায়, নিশ্চিত কেবল আমাকেই খুঁজছ তুমি। ঐ যে
    ঢেউ উঠে আছড়ে পড়ছে, ও দেখে কী মনে হল তোমার, ও তোমার
    প্রেমিক? এমনই সমর্পণ এনে দিচ্ছে পায়ে, যত দূরে যাও, নিজেকে
    ভেঙেচুরে পায়ে পায়ে জড়িয়ে ধরছে ও? থেকে যেতে বলছে?
    এটুকুতে তোমার ভারি আহ্লাদ হলো কেবল, দেখলে না, কী তীব্র
    আকুতিতে চাইছে তোমায়, ও তোমাকেই স্রষ্টা জানে, তোমাকেই
    প্রেমিক, অন্তত নাকচ করার ভঙ্গিটুকুও দিলে না, চলে গেলে, যেমন
    তোমার যাবার কথা।

    আমাকে, এই আমাকেই তো খুঁজছ তুমি? তবে কেন বড়ো ঢেউ উঠলে,
    পারে দাঁড়িয়ে হিসেব কষছ, কতদূর, তবু কতদূর আসতে পারে এটা?
    ঐ তো তোমার হাত, সন্তর্পণে গুটোচ্ছে জামা। এটুকু ভিজতেও তোমার
    ভয়? কাপড় না ভেজার জলও যে থাকতে পারে, সে বিশ্বাস কোথায়
    গেলো? আহ্, তুমি বড়ো বেশি বড়ো হয়ে গেছো।



    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments