• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৭ | জুন ২০১৭ | কবিতা
    Share
  • আগামী প্রজন্মের শিশুরা : সন্দীপ মিত্র


    রাস্তায় আবর্জনা খুব, তার চেয়ে বেশি,
    আমাদের মনে।
    অর্থহীন দুপুরবেলায় ছায়াপাত হয় বিশ্বাসযোগ্যতায়
    নীলের চাঁদোয়া ফাটিয়ে উড়ে যায় সুতীব্র জেট
    বিশ্বভ্রাতৃত্বের।
    আমাদের পা থেকে খসে পড়ছে নোখ
    বিলীন হয়ে মিলিয়ে যাচ্ছে হস্তরেখা
    আমরা কাকভোরে উঠেও দেখতে পাচ্ছিনা সূর্যোদয়
    হেঁট হয়ে যাচ্ছে আমাদের মাথা, উঠে যাচ্ছে পা
    আমাদের জিভ ভেঙাচ্ছে পশুরা।
    আর আনকোরা বোবা বিস্ময়ে, হাততালির বদলে
    আগামী প্রজন্মের শিশুরা আঁকড়ে ধরছে নিকষ আঁধার।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments