• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৮ | সেপ্টেম্বর ২০১৭ | কবিতা
    Share
  • চক্রাকার : আর্যা ভট্টাচার্য


    দাবানল গ্রাসে যায় নিবিড়
    অরণ্য বারে বারে।
    শ্যামাভ অঙকুরগুলি উদ্গত হয়
    বার বার--নতুন বর্ষায়।
    বসন্তের আগমনে ভরে যায়
    পুষ্পের সম্ভার--পুনর্বার। তথাপি
    দহন চিহ্ণ কিছু লেগে থাকে--
    কোষগুলি মনে রাখে--
    গভীর কুঞ্চিত যন্ত্রণায়।।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments