• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৯ | ডিসেম্বর ২০১৭ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : প্রণব বসুরায়


    রোদ পেলে

    পাতাল ঘরের চাবি কার কাছে রাখো,
    বীজতলা শূন্য করে
    কার কাছে জমি বন্ধক?

    মাচানের নীচে গোলাকৃতি সাপ শুয়ে আছে
    শীত এলে চলে যাবে--ভয়মুক্ত করে
    এসব প্রাচীন কথা পাঁজি ও পাঁচালির,
    আমাদের ঘরে প্রবেশ পায় নি কোনোদিন

    আজ দেখি মহাদ্রুম শাখার বিস্তারে
    ঢেকে দিলো সব দৃশ্য আমাদের কল্পনার!
    এরপরে ফের ফেরার কথা ভাবো!
    ভাবো বুঝি একবারও ফুটন্ত ভাতের কথা
    পাতাল ঘরের চাবি, মনে করে, নিজের কাছেই রেখো

    মাঝের কুয়াশামেঘ রোদ পেলে--নিজেই সরবে...


    টিয়া-রঙ

    প্রতিটি রঙই গুণান্বিত কিন্তু পাশাপাশি বসলে
    কখনো সখনো ধুন্ধুমার বাধিয়ে দেয়
    হলুদ কিছুতেই সাদার পাশে যাবে না
    বেগুনি কাছে এলে সবুজের মুখ ভার
    ঘন নীলের পাশে আকাশী থাকে না, তাকে ম্রিয় দেখাবে ভেবে
    টকটকে লাল চায় সোনালী ফুল
    কিন্তু ফুলের কোন নিজস্ব স্বাধীনতা থাকে না
    নীল সবুজকে আত্মজা ভাবে কেননা সবুজ মৌলিক নয় তত
    কমলা সবুজের দূরত্বে বসে, মাঝে সাদাকে টানে

    এইসব স্পর্শকাতর বিষয় ভাবতে ভাবতে দেখি
    সবুজ টিয়া দল ছাড়া হয়ে একা উড়ছে--

    ইশারায় ডাকলে সে আমার কাঁধে এসে বসে



    অলংকরণ (Artwork) : অলংকরণ - সঞ্চারী মুখার্জী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)