• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৯ | ডিসেম্বর ২০১৭ | কবিতা
    Share
  • নাচের সংকেত : পিনাকী ঠাকুর


    পুরুষ মৌমাছি নাচের সংকেতে
    বান্ধবীকে বলে, "তুই কী সুন্দর
    বুল্টু, তোর মতো মিষ্টি সোনা মেয়ে
    হাজার মৌচাকে সত্যি কেউ নেই... "

    মেয়েটা হাসিহাসি দেখায় এক চড়!
    নাচের ভাষা আর নাচের ব্যাকরণ
    মৌমাছিরা জানে, তা যদি জানতাম
    যে কথা তোকে আজ বলতে পারছি না

    সে কথা বলতাম নাচের ভঙ্গিতে
    সেদিন বিকেলেই...


    অলংকরণ (Artwork) : অলংকরণ - সঞ্চারী মুখার্জী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)