• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৯ | ডিসেম্বর ২০১৭ | কবিতা
    Share
  • কী যেন : আর্যা ভট্টাচার্য


    কী যেন করার আছে—
    সকাল থেকেই মনে হয়।

    দিন শেষ হয়ে গেলে—
    নিভু নিভু তারার আলোয়
    চারদিক ভোরের অপেক্ষায়;
    কী যেন করার ছিলো…
    হঠাৎ নিদ্রা ভেঙে বিছানায় বসে
    থাকি—না-ভোলা তানের মতো
    বারবার বেজে যায়।
    গভীর অস্বস্তি নিয়ে বেঁচে থাকি।
    নিত্য নৈমিত্তিক সব যন্ত্রচালিত যেন-
    হয়ে যায়—ঘটে যায়।…
    কী যেন করার আছে—কী যেন করার ছিলো—
    গানের ধুয়োর মতো
    অস্তিত্বে নিয়ত বেজে যায়।।



    অলংকরণ (Artwork) : অলংকরণ - সঞ্চারী মুখার্জী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments