• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৯ | ডিসেম্বর ২০১৭ | গল্প
    Share
  • রবার্ট ফ্রস্ট, ভ্যান গো', সান্টা ক্লজ : অমিতাভ সেন




    ২০১৬ সালের সেপ্টেম্বরে ভারমন্ট গিয়েছিলাম গাছের পাতার রঙের বাহার দেখতে, যদিও তখনো কিছু সবুজের ছোঁয়া ছিল। সরাইখানার যে ঘরে ছিলাম সেখানে কবি রবার্ট ফ্রস্ট (Robert Frost)-এর একটা ছবি টাঙানো ছিল, সেটা দেখে এই স্কেচটা করেছিলাম। ফ্রস্ট নাকি ওই ঘরেই ছিলেন একসময়। আমার ভাবতে ইচ্ছে করছে যে এই স্কেচের রঙের মধ্যে হয়তো আমার মন থেকে 'ফল কালার'-এর একটু স্পর্শ লেগে গেছে।




    ভ্যান গো' (Van Gogh)-র প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। ১৮৮৩ সালের অক্টোবরে একটা পণ্যবাহী ভেলা (barge)-এ ভ্যান গো' এইরকম একটি স্কেচ করেছিলেন। তাঁর বয়স তখন তিরিশ, কিন্তু তিনি তখনো ড্রয়িং চর্চা করে যাচ্ছেন। উনি মারা যাবেন আর মাত্র সাত বছর পরে!






    Über-ড্রাইভার সান্টা ক্লজ! মেরি ক্রিসমাস!!





    অলংকরণ (Artwork) : মূল ইংরেজি থেকে ক্যাপশনের অনুবাদঃ সমীর ভট্টাচার্য
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments