• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৬৯ | ডিসেম্বর ২০১৭ | ছোটদের পরবাস | কবিতা
  Share
 • বর্ষা দিনে : মানসী পাণ্ডা


  টাপুর টুপুর বর্ষা পায়ে বৃষ্টি নামে টুপ,
  ইচ্ছে হয়ে পানকৌড়ির অথই জলে ডুব।
  মুক্তোদানার ঝরনা তলায় সিক্ত বসবাস,
  রূপালি মাছ লাফায় নিতে ছোট্ট অবকাশ।
  একপেয়ে ঐ বকটি দেখে আড়চোখেতে চেয়ে,
  বৃষ্টি ঝরে ঝরঝরিয়ে শুভ্র পালক বেয়ে।
  দিঘির মাঝে পদ্ম পাতায় বর্ষা টলমল,
  হীরের ছটা ছড়িয়ে পড়ে দিক্-দিগন্তর।
  শাপলা ফুলে মনের ভুলে ফড়িং বসে চুপ,
  বৃষ্টি ফোঁটার আরশিতে আজ মৌনতার রূপ।
  আশার বারি ভরা ঐ সঘন কালো মেঘে,
  ঢাকছে আজ আকাশটাকে প্রবল বায়ুবেগে।
  ধানের চারা আনমনেতে ধারার প্রতীক্ষায়,
  দোলায় মাথা মেঘ যখন রাগ-মল্লার গায়।
  ঝিরঝিরে ঐ বৃষ্টি-হাসি চাষির মুখে আঁকা,
  কচুপাতার টোপর মাথায় ভেজে দুষ্টু খোকা।
  জানলা ধারে একলা বসে কাটছে ছড়া মা,
  গোধুলি রঙ দিচ্ছে উঁকি, বৃষ্টি ধরে যা।


  অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)