• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭২ | সেপ্টেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • বোকা : নূপুর রায়চৌধুরি


    কিরকম বোকা একটা দেখ।
    সেই সময়টাকে ধরবার জন্য
    ছুটছে আর ছুটছে;
                      কোথায় পাবে?

    কবেই তো সে পাতালগর্ভে!
    শূন্য চবুতরা, ভাঙা সারেঙ্গি,
    জবুথবু হাভেলির ঘুলঘুলিতে,
    ঊর্ণনাভ সংসারের আঁতিপাতি--
    দমচাপা বাতাস। খোঁজে
    দোলনচাঁপার হারানো সুবাস--
    আঁকড়ে ধরো বরং এই সময়টাকে
                      মুঠি চেপে;
    নইলে এও যাবে কাল স্মৃতির সুড়ঙ্গে।।






    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)