• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭২ | সেপ্টেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • সেইশি ইয়ামাগুচির চারটি হাইকুর ইংরেজি থেকে অনুবাদ : নবনীতা দেবসেন


    সেইশি ইয়ামাগুচি (১৯০১ - ১৯৯৪) জাপানের বিখ্যাত কবি। তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী জাপানী হাইকু লেখক।


    ।। ১ ।।

    জ্ঞান অর্জনের একাকিত্ব
    সহ্য করতে করতে
    পুনর্জীবন হয় কাঠকয়লার।

    ।। ২।।

    একটা স্টীমইঞ্জিনের চাকা
    গ্রীষ্মের বুনোঘাস পর্যন্ত
    এসে, থমকে দাঁড়ায়।

    ।। ৩ ।।

    শীতের চাঁদের তলায়,
    অগভীর জলে,
    একটি নদী বয়ে যায়।

    ।। ৪ ।।

    ঘুড়ির সুতোটা
    আকাশে অদৃশ্য
    আঙুলে দৃশ্যমান।





    অলংকরণ (Artwork) : ছবিঃ উইকিপেডিয়া থেকে
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments