• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭২ | সেপ্টেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • নিবাসিনী : সমরেন্দ্র নারায়ণ রায়



    হয়তো আজও হয়।
    দেবতার অসাধ্য একাদশী পালন।
    পশ্চিমী অত্যাচারের যন্ত্র যে জল
    সে জলও মানা — মানা স্নান,
    পাছে মুখে
    যায় জল ঢুকে!
    বয়স হতভাগীর? দশ? না, আট।
    আজন্ম পিতৃগৃহে নিবাসিনী,
    ভ্রাতুষ্পুত্রের মুখাগ্নি।



         




    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments