• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭২ | সেপ্টেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • তরঙ্গিনী : সমরেন্দ্র নারায়ণ রায়



    ঘরে তার জল শেষ।
    ভরতে হবে - এঁদো ডোবা?
    তালপুকুর?
    নদীতেও নেই সেই ঢেউ
    যা বিধাতার স্বহস্তসৃষ্ট
    তরঙ্গিনীর অঙ্গে অঙ্গে।



            




    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)