• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭২ | সেপ্টেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • সঞ্চারিণী : সমরেন্দ্র নারায়ণ রায়



    সঞ্চারিণী দীপশিখাতে রাজপথে রাত্তিরে
    বাড়িগুলি আলো হলেও, আঁধার হয় অচিরে।
    ইন্দুমতীর স্বয়ম্বরে রাজারা সব বসে
    ঠিক তেমনি হলেন যখন পাশ দিয়ে গেলো সে।



            




    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)