• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৩ | ডিসেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • গোধূলির ডাকপিওন : সুবীর বোস


    গোধূলির ডাকপিওন - ২৯

    কিছু কবি একসাথে মাছ ধরে, ছিপ ফ্যালে
    তরল পাতায়। অশান্ত বৈকালহ্রদ, প্রিয়
    মাছের আকাল… জলে ভাসে অন্য কিছু -
    তিরতির কাঁপে দেখি জল

    আমি তো নেহাতই পরিযায়ী
    কবিদের মহাস্রোতে তাই
    হালকা ফাৎনার মতো মৃদু শরীর ভাসাই -
    আহা, সেকি আলোড়ন, সেকি আলগা বাৎসরিক
    প্রীতি! শেষে দেখি
    শিউলি তলায় আমি একা... পরিযায়ী

    তারপর অস্তগামী সূর্য থেকে স্বপ্ন নেমে এলে
    এক কবি আকাশের বলিরেখা দেখে
    অকপটে বলে,
    আমিও তোমার দলে, আমিও শিউলি ভালোবাসি

    সেই থেকে হঠাৎ কবিতা পেলে ‘তাঁকে’ মনে পড়ে
    ভোরের শিউলি দেখে মনে হয় -
    হয়ত বা সে-ই এল - সেদিনের সাধারণ কবি!


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)