• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৩ | ডিসেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • সভ্যতা : চৈতালি সরকার


    প্রতিদিন গল্পের রসদ তৈরি করে
    আমাদের চেনা বৃত্তের অন্দর।
    উপেক্ষার চোখ হারিয়ে ফেলে
    কত হাজার হাজার খবর।
    এইভাবেই শুরু আমার আখ্যান
    পথেঘাটে দেখা শতাব্দীর ইতিহাস
    জানা অজানার মাঝে আছে বেঁচে
    নিদারুণ এক পরিহাস।

    একদল নেড়ি কুত্তা জুটিয়ে
    ছোট্ট মেয়েটা পাড়ায় পাড়ায় ঘোরে
    লক্ষ্মীছাড়া পদবি পেয়ে
    সাহসের সাথে ফেরে।
    ক্রেসকোগ্রাফের কথা শোনেনি কখনো
    দেখেছে ——গাছের পাতা নড়ে
    তাইতো চিৎকার করে বলে ওঠে
    ওদেরও ব্যথায় যন্ত্রণা করে।
    বাধা মানে না চঞ্চল প্রাণ
    ফুল পাখি চাঁদ তারা
    সারল্য মাখা দৃষ্টির ছোঁয়ায়
    বন্ধু স্বজন যারা।

    একদিন নিঝুম বেলায়....

    ঝোড়ো হাওয়ার দাপটে
    চিৎকার শুনেছিল কেউ
    গাছের পাতা নড়ে ছিল কিছু
    তলিয়ে ছিল সভ্যতার ঢেউ!





    অলংকরণ (Artwork) : অলংকরণ - সঞ্চারী মুখার্জী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)