• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৩ | ডিসেম্বর ২০১৮ | কবিতা
    Share
  • নৌকা : সমরেন্দ্র নারায়ণ রায়



    কোকিল এবং বনমোরগে
           শুনিয়ে গেছে যুগলবন্দী
    ভোরের আলোয় উঠবে হাওয়া
           পাল তুলি, কাজেও মন দি'।
    রাত কাটলো এই আঘাটায়
           পাড়টা নিঝুম, ছিলোও ভয়
    এবার বদর, সেলাম, সেলাম
           জোয়ার ভালো টানলে হয়।






    অলংকরণ (Artwork) : দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)