পরবাস প্রথম প্রকাশিত হয় ১৯৯৭ সালের মাঝামাঝি। পরের জানুয়ারি, ১৯৯৮-এর বইমেলায় পরবাসের কোনো উপস্থিতি ছিল কি ঠিক মনে পড়ছে না (তবে পুরনো পরবাস ভালোভাবে দেখলে হয়তো বোঝা যাবে), কিন্তু যদি থেকেও থাকে তো বইমেলার দর্শকদের কাছে একুশ বছর আগে কীরকম প্রতিক্রিয়া পেত, সেটার জানার জন্যে অমিতাভ সেন-এর পরবাসের প্রচ্ছদ শিল্পই যথেষ্ট:
তখন বাংলা আন্তর্জাল পত্রিকা আনকোরা নতুন একটা ব্যাপার ছিল। এর পরে পরবাস বেশ কয়েক বছর ধরে কলকাতা বইমেলাতে রীতিমত কম্পিউটার ইত্যাদি নিয়ে হাজির ছিল। বলা বাহুল্য আন্তর্জালের নিরিখে দুই দশক অনেক সময়, এবং ওপরের ছবিটি কোনো সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদ হিসেবে কল্পনাই করা যেত না।
অনেক বছর পরে, এই বছরের বইমেলাতে 'বিকল্প'-এর সঙ্গে পরবাস-এর স্টলের পরিকল্পনা রুমিদির আকস্মিক প্রয়াণের জন্যে রূপায়িত হতে পারেনি, কিন্তু 'থীমা'র স্টলে পরবাসের সম্প্রতি প্রকাশিত কিছু বই ছিল। এমনকী, বাংলা আন্তর্জাল পত্রিকার দু-দশক ধরে কীরকম বিবর্তন হয়েছে তার ওপরে ও কিছু প্রাসঙ্গিক বিষয়ে একটি আলোচনা হয়েছিল প্রেস ক্লাবের মঞ্চে, এবং তাতে পরবাসও অংশগ্রহণ করেছিল জয়ঢাক ও কল্পবিজ্ঞান নামক পত্রিকার সঙ্গে। আর বেশ কয়েকজন পরবাসের লেখক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা হতে খুব ভালো লেগেছে।
Distant Thunder, Memories of Madhupur, The Land Where I Found It All-এর পরে পরবাস প্রকাশনার নতুন নিবেদন The Scent of Sunlight: poems by Jibanananda Das. Clinton Seely-র অনুবাদে ৩৫টি কবিতা ও ১২-পৃষ্ঠার ভূমিকা সম্বলিত এই বইটিতে ইংরেজি অনুবাদের সঙ্গে মূল বাংলাও আছে। বইমেলা উপলক্ষ্যে কয়েকটি মাত্র কপি ছাপা হয়েছিল, শীগ্গিরই বেশি করে ছাপা হবে। এই বইটিও আশা করি আপনার পড়ার টেবিলে (ও লাইব্রেরিতে) আন্তরিক স্থান পাবে।
পরের সংখ্যা হবে পরবাস-এর ৭৫তম সংখ্যা। তার জন্যে আপনাদের কাছে লেখা ইত্যাদি পাঠাবার আমন্ত্রণ রইল।