• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৪ | মার্চ ২০১৯ | কবিতা
    Share
  • আপোষ : তনুশ্রী চক্রবর্তী


    অমৃতের লোভে আর ঘুরে মরি কেন
    এমন মধুর সব বিষ চারিদিকে
    তীব্র যত অনুভূতি জলাঞ্জলি দিয়ে
    বশ মেনে মৃদু হওয়া ক্রমে নেব শিখে।

    হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে যাব, হবে মোক্ষলাভ
    আখেরে তো এসবেই কাজ দেয় জানি
    তর্কে হবে কোন খাক পরকাল পার
    চুপি চুপি হয়ে যাব সুযোগসন্ধানী।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments