• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৪ | মার্চ ২০১৯ | কবিতা
    Share
  • গোধূলির ডাকপিওন : সুবীর বোস


    গোধূলির ডাকপিওন - ৩০

    টেবিলে রবীন্দ্রনাথ - হাসিমুখ
    এসময় শহুরে দুঃখেরা অজস্র বইয়ের থেকে চুঁইয়ে চুঁইয়ে
    সমাধিস্থ পড়ে থাকে পুরোনো আরামকেদারায়
    এভাবে চব্বিশ এলে বৈশাখের
    শহরের মাঠগুলো খোঁজ করে ঘোড়াদের মালিকের নাম
    এই সে সময় - যখন কুয়াশা ছিঁড়ে
    অনায়াস আমাদের পোশাক পেরিয়ে যায় ছোট ছোট রিফু-দাগ আর
    আলাপের কফি মগে থোকা থোকা জমা হয় শহুরে সংহতি
    তারপর পঁচিশ আসে বৈশাখের
    সহস্র ঝর্ণার থেকে নেমে আসে সবুজের কোলাহল
    তখন পাতার কোণে ঝুলে থাকা প্রিয় রোদ গায়ে মেখে
    যে পাখিরা উৎসব সাজায় -
    তাদের ওড়ার শব্দে অন্তহীন খুব শোনা যায়,
    ‘আবার পঁচিশ এল, আবার পঁচিশ এল প্রিয় রবীন্দ্রনাথের’।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments