• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৪ | মার্চ ২০১৯ | কবিতা
    Share
  • একলা : অরণি বসু


    একলা মানুষ আর একলা নৌকো আর একলা নদী
    এ ওর দিকে তাকিয়ে আছে অপলক আর
    আকাশ থেকে ঝরে পড়ছে অপার যাদু
                     ঝরে পড়ছে মায়াময় বৃষ্টি।

    নিয়তিতাড়িত হয়ে বসে আছি
    তোমাকে নির্জনতা শোনাবো বলে।

    একলা সকাল ফুটে উঠছে খুব মৃদুস্বরে আর
    একলা পাগল যায় কেঁদে। বলে,
                      বুঝিয়ে দে
                               বুঝিয়ে দে
                                        বুঝিয়ে দে...


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ সম্বিত বসু
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments