• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৪ | মার্চ ২০১৯ | কবিতা
    Share
  • নিশিযাপন - ২ : অনুষ্টুপ শেঠ


    রাত জাগে সফল জীবন। রাত জাগে আধখানা চাঁদ৷
    নিবিড় আঁকড়ে ধরা বাহু, আদরের মিঠেকড়া স্বাদ।

    এত দূরে তবু রোজ ছোঁয়া, এত দূরে তবু চোখে চোখ,
    হাতখানি এ মুঠোই খোঁজে, যত ভিড় চারিপাশে হোক!

    দিনান্ত ঠিকই মায়াময়। দিনান্তে ঠিকই ঘরে ফেরা।
    টুকরোয় হৃদয় ঝলক। টুকরোয় মনকেমনেরা।

    ভুলে থাকা বড় বাঙ্ময়, বার বার জাগে নিভৃতে,
    কার কাঁধে মাথা রাখি আজ, কে জড়াবে শীত ঢেকে দিতে,

    শরীরে সোহাগস্মৃতি জাগে। রাত জাগে আধখানা চাঁদ৷
    বিছানায় জ্যোছনা অপার, বুকে আজও সমর্পণ-সাধ...



    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments