• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৫ | জুন ২০১৯ | কবিতা
    Share
  • কিষ্কিন্ধ্যায় কিংস্বিদ্‌ : ইন্দ্রনীল দাশগুপ্ত






    তমসার তটে, অন্য আর্য ও অনার্য ধাম ছেড়ে
    সন্ধ্যায় উড্ডীন কোনো ভাগাড়ের গন্ধে বুঁদ পাখি
    ঝুপ করে নেমে এসে ঠুক্‌রে দিলে বাংলার পাঁজর
    তামিলের টিবিয়াটি মন্তব্য না করে পাশ ফেরে--
    আমিও সিবিডি ভরা ভেপ হাতে হাড়গোড় মাড়িয়ে
    মাগধী না অবহট্ট না দেখেই পরপর খুলির
    ঠিকানা লাগাচ্ছিলাম কিষ্কিন্ধ্যায়, ধুরন্ধর শট
    ব্যবহার করে, কিন্তু গেল দুইই নদীগর্ভে। জল
    দেখে ভড়কে আচমকা, টিএইচসি-ই ভরি, পাছে ধরে
    জবরদস্তি গোসল করায়। অকুস্থল থেকে কিছু
    এভিডেন্স তুলে যেই লেফাফায় লম্বা হব রফু--
    চক্কর, গমের ক্ষেতে শেয়ালেরা তুলল কাওয়ালির
    তান। অন্ধকার নামছে, গা ঢাকার সুবিধেই হল।
    গানটি খুসরোর, তাও মন্দ নয়, ছাপ তিলকের--



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments