কিঙ্কিণী উড়ে গেছে
তর্জনী উঠিয়ে নির্দেশ দিও না, দ্যাখো
নিজের অনামিকাই বাধ্য নয়--মুখ অন্য দিকে
কেন সে মানে না হুকুম, আনপথে যায়-- জেনেছ তা?
জানি, তুমি সফল সন্যাসী নও, বিরিয়ানির লোভে
ছেঁড়া অছিলায় পায়ে পায়ে হাঁটো, ঘোরো দূরের বাগানে
মোগলাই খানার সাবেক পাড়ায়, লোকাল কুকুরদের
বন্ধু করেছো বিলিতী বিস্কুটের চারে...কয়েদিহীন জায়গা ঘিরে পাঁচিল তুলেছ
ত্যক্ত পোশাক দেখে ভ্রমে তাকে দেখতেও পাও--
আসলে কিঙ্কিণী বহুদিন উড়ে গেছে--
চলে গেছে সীমানা ছাড়িয়ে...
সহজাত
একটা বাঁকের মধ্যে গুটিয়ে ফেলেছ
রীল থেকে খুলে ফেলা সব সুতো--
খেলতে খেলতে
হাত থেকে পড়ে গেছে রূপোর চামচ
পায়েস গড়িয়ে যায়, পিঁপড়েও ধাবমান...গোলাপি ভেলভেটের পর্দা ঝুলিয়ে
একটি কামরা তৈরী করি, এসো
এখানে শুরু হচ্ছে নতুন একাঙ্কিকা
পারস্য-জাজিমে বসে আচমন করি
আতরদান এনে দিক রহস্য বালিকাসুতোর রীল, কক্ষণো আর হাতেও নিও না
অন্তর্বাসের শাসন সহজাত ছিলো না তোমার
প্রতি স্টেপে
সব দরজাই এক দিকে খোলে,
খিল লাগালেই প্রবেশ নিষেধ সূচিত হয়ে যায়
কালো মেঘ, পড়ুক বাজ
ওপাশের ওভেনে মোগলাই খানার খুশবু...
এদিকে এলেই ছিঁড়ে যাবে--তাই অর্গল আয়োজনআমিও প্রতি স্টেপে দু'পা করে দূরে চলে যাই..