• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৬ | সেপ্টেম্বর ২০১৯ | কবিতা
    Share
  • বর্ডার : অরণি বসু


    পাখির কোনো পাসপোর্ট লাগে না।
    শুকনো পাতা সেও অনায়াসে পার হয়ে যেতে পারে -
    শুধু মানুষকেই সীমান্ত মেনে চলতে হয়।
    কাঁটাতারের দুপাশে থমকে দাঁড়ায়
                                  স্মৃতি, হাতছানি আর চোখের জল।
    তোমাকে ছুঁতে চাই, তোমাকেই ছুঁতে চাই -
    ছুঁতে গেলে গর্জে ওঠে সীমান্তরক্ষীর বেয়োনেট।

    নদী বয়ে চলে, হাওয়া বয়ে যায়
    শুধু মানুষের বেলায় আড় হয়ে দাঁড়িয়ে থাকে বর্ডার বর্ডার।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments