• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৬ | সেপ্টেম্বর ২০১৯ | কবিতা
    Share
  • ছিন্নমূল : আনন্দ সেন


    সেও তো চেয়েছিল আকাশ ফুঁড়ে যেতে
    সেও তো চেয়েছিল সমুদ্দুর
    সেও তো দু মুঠোয় স্বপ্ন ভরে নিয়ে
    যাবেই ভেবেছিল অনেকদূর

    সেও তো একদিন গরাদে মুখ রেখে
    শুনতে চেয়েছিল পাখির গান
    সেও যে ভেবেছিল যা কিছু বাঁচবার
    তাতে তো তারো আছে ভাগ সমান

    সেও তো চেয়েছিল নিজের অধিকারে
    রোদকে ছুঁতে চেয়ে বাড়াতে হাত
    তাই তো অবশেষে ভাগ্য বাজী রেখে
    পেরিয়ে গিয়েছিল দগ্ধ রাত

    হয়তো ভেবেছিল ঠিকানা পাল্টালে
    আগুনে পুড়ে যাবে দীর্ঘশ্বাস
    ভেবেছে একদিন টপকে কাঁটাতার
    পাবেই পাবে খুঁজে অমলতাস

    দু চোখ রেখেছিল অদেখা দুই চোখে
    দু কান শুনেছিল অজানা স্বর
    অপটু দুইহাতে সাজিয়ে রেখেছিল
    প্রথম মিলনের বাসরঘর

    কোথাও লেখা ছিল জন্ম পরিচয়
    অন্য কোনখানে ঝরেছে ঘাম
    জেনেছে একদেশ শিশুর হাতছানি
    আরেক এঁকেছিল ধুলোয় নাম

    তবে সে আজ কেন হাঁটুতে মুখ গুঁজে
    তবে সে আজ কেন বাস্তুহীন
    দেয়াল কেন তাকে টুকরো করে খায়
    কেন সে ভুল ঘরে অন্তরীণ

    তবে সে আজ কেন আবার পথে নামা
    সীমানা কেন ফের পেরোতে হয়
    যে মাটি তাকে চেনে সে কেন আজ বলে
    এ দেশ কোনদিন তোমার নয়

    যে তাকে বলেছিল মানুষ হতে হবে
    নইলে ঘটে যাবে দারুণ ভুল
    সেও কি জানত না, আসলে পৃথিবীতে
    মানুষ চিরকাল ছিন্নমূল।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ সঞ্চারী মুখার্জী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments