• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৭ | জানুয়ারি ২০২০ | কবিতা
    Share
  • তিনটি কবিতা: ডিসেম্বর ২০১৯, দিল্লী : আজহার উদ্দিন সাহাজী




    মিছিলের শহর
    শহরের মিছিল
    দুটোই চলন্ত
    বিরাম নেই
    বিশ্রাম নেই




    ডিসেম্বর কেটে গেল মিছিলে মিছিলে
    জনারণ্যে
    এ শহর যেন জেগে উঠেছে
    এক শতাব্দী পরে
    স্বাধীনতার উল্লাসে
    এখন, পথ হারাবার ভয় নেই
    শুধু দেশ হারাবার ভয়।




    স্লোগানে স্লোগানে
    দিন কাটে, রাত কাটে
    সকাল বিকেল সন্ধ্যে
    পথে পথে
    নূতন স্বাধীনতার সন্ধানে
    ভয়ে ভয়ে
    এই শহরে
    মাস কেটে যায় চুপি চুপি
    বছর ঘুরে গেল চোখের পলকে।
    শুনেছি, মা পথ পানে চেয়ে বসে আছে
    খোকা, বাড়ি ফিরবে বলে।
    খোকার দিন কাটে রাত কাটে
    স্লোগানে স্লোগানে
    পথে পথে
    আর বাড়ি ফেরা হল না।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)