• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮০ | অক্টোবর ২০২০ | কবিতা
    Share
  • অদৃশ্য দেহ : এ. কে. রামানুজন
    translated from English to Bengali by সুপূর্ণা সিংহ


    চলার পথে
    ছেলেটি দেখতে পেল নর্দমার ধারে
    তিনটি সদ্যপ্রসূত কুকুরছানা--
    মা তাদের আগলে ঘিরে আছে।

    চলার পথে
    মেয়েটি দেখতে পেল পথের গর্তের মাঝে
    একটি সদ্যপ্রসূত মৃত শিশু; ছেলে,
    গা-ভর্তি মারের দাগ--মায়ের চিহ্ন নেই ধারেকাছে।

    চলার পথে
    ছেলেটির পা পড়ল এক মাতালের উপর।
    শুয়ে আছে গলির মুখে, মাছি ভন ভন করছে, আর--
    তার গা শুঁকছে একটি কুকুর।

    এ, যে-কোনো এক দিনের কথা,
    শুধু কোনো আন্দোলনের পরে নয়।
    হলুদ, লাল, শুকনো পাতার মাঝে
    পথে পড়ে থাকে অজস্র দেহ, অদৃশ্য--
    ওই ঘুরন্ত রঙিন ছাতার নিচের মেয়েটির চোখে।

    (মূল কবিতা 'Invisible bodies' ১৯৯৭ সালে New Yorker-এ প্রকাশিত হয়েছিল।)



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments