• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮০ | অক্টোবর ২০২০ | কবিতা
    Share
  • ফেরা : অরণি বসু


    যে যায় সে যদি ফিরেও আসে
    সেভাবে ফেরে না।
    কিছুটা বুঝসুঝ, কিছুটা সমঝোতা গড়ে ওঠে
    মুঠোর ভিতর তবুও কিছুটা রাগ-দুঃখ-অভিমান রয়ে যায়।

    পুরোনো দিনের হাঁটাচলা, হাসি ঠাট্টা,
    মেনে নেওয়া, মানিয়ে নেওয়া চলতে থাকে আবার—
    তবু কাটা দাগ, তবু চিড়্‌-ফাট।

    যে যায় সে যদি ফিরেও আসে
    সম্পূর্ণ ফেরে না।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments