• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮১ | জানুয়ারি ২০২১ | সম্পাদকীয়/সমীপেষু
    Share
  • সম্পাদকীয় :

    একটু দেরি হয়ে গেল পরবাস-৮১ প্রকাশ করতে। আশা করছি এর পরের সংখ্যা ঠিক সময়ে প্রকাশ করতে পারব।

    মনে হয়েছিল এটিকে "বিশেষ করোনা সংখ্যা" হিসেবে প্রকাশ করা যাক, কিন্তু পরবাস-৭৮ থেকে প্রতি সংখ্যাতেই করোনা সম্পর্কিত অনেক লেখাই এসেছে, এটিতেও রয়েছে। তাই বিন্যাসে কোনো পরিবর্তন করা হল না। দুটি অতিথি সম্পাদকীয় রইল, ছন্দা বিউট্রাদীপঙ্কর ঘোষের। আর একটি ব্যতিক্রমী লেখা, Joseph Samuel-এর একটি কবিতা, ইংরেজিতে। পাঠকদের আহ্বান করছি সেটির বাংলা অনুবাদ করে পাঠাতে। মনোনীত হলে পরের কোনো সংখ্যাতে প্রকাশ করা হবে। এটা ব্যতিক্রম-ই, পরবাস বাংলা পত্রিকাই থাকবে।

    পরবাস-এর সকলের পক্ষ থেকে সবাইকে নতুন ইংরেজি বছরের জন্যে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments