• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮১ | জানুয়ারি ২০২১ | কবিতা
    Share
  • লাল রাস্তা : দিলীপ মাশ্চরক


    আমি হেঁটে যাই, আর দেখি লাল রাস্তা
                      চলেছে তোমার বাড়ির দিকে
    শহিদ বেদির পাশ দিয়ে
    ফিরে আসছে নাচের ইস্কুলের মেয়েরা
    বাঁক পেরোলেই তোমাদের বাড়ি, বারান্দায়
                      আমার আগের দিন
    চায়ের কাপের পাশে নীল মাছি
    হাওয়ায় উড়ছে ভূগোলের খাতা

    আমাদের দিনগুলো ছোট হয়ে আসছে, বিকেলগুলো
                                        আরও ছোট
    লাল রাস্তা এখন ঢুকে পড়েছে ঘরের ভেতর
    আবার হেমন্তকাল, টিকিট
                      কাটতে বলো তোমার দিদিকে
    সুটকেস গুছিয়ে নাও
    চলো দেখা করি পার্কের কোণে


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments