• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৩ | জুলাই ২০২১ | কবিতা
    Share
  • প্রতিশ্রুতি : সুজিত বসু


    রাস্তাঘাটে মানুষ লরি বাসের ভিড়ে
    কষ্ট পেলেও ভোলায় তাকে তোমার স্মৃতি
    শুদ্ধ বাতাস খুঁজতে তখন নদীর তীরে
    জীবন জুয়ায় হারতে হারতে হঠাৎ জিতি

    বন্ধু সেজে শত্রু আসে ছদ্মবেশে
    কপট স্নেহে জানতে চায় সে কেমন আছি
    ঠকলে কিছুই যায় আসে না দিনের শেষে
    শান্তি হাতে যখন তুমি কাছাকাছি

    পেট্রোল আর ডিজেল পোড়ার গন্ধে যখন
    নিশ্বাসটা আটকে থাকে, চোখেও জ্বালা
    হঠাৎ দেখি সামনে আমার বিজয়তোরণ
    পরাবে আজ সঠিক জানি জয়ের মালা

    রাস্তা কোথায় শেষ হবে তা জানি না তো
    গর্তে পড়বো নাকি উঠবো পাহাড় চূড়ায়
    কবিতারা থাকুক নাহয় সব অজাত
    কাছেই আছো, আর কিছুতে কি আসে যায়

    জীবন স্রোতে সাঁতার কেটে ক্লান্ত হলে
    পারোই দিতে কয়েক দিনের রোমান ছুটি
    একবার ডাক দিলেই আমি আসবো চলে
    ডাক তো পরে, আজ শুধু দাও প্রতিশ্রুতি।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments