• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৩ | জুলাই ২০২১ | কবিতা
    Share
  • আবহমান : দেবারতি মিত্র


    আমার চোখের সামনে
    শুকনো কালো গাছটা সবুজ হয়ে গেল—
    একঝাঁক টিয়াপাখির কলস্বর,
    রোদবৃষ্টি আলোছায়া
    তবু আমি কি হাসব না, কথা বলব না আকাশের সঙ্গে?

    তুমি আমাকে রাতদিন শেখাও
    আলো যেমন সত্য, অন্ধকারও সত্য।
    তোমার সঙ্গে আমার বিচ্ছেদ কখনও হবে না।
    সবুজ শুকনো হয় না,
    জীবন মৃত্যু হয় না-
    আবহমান কাল ধরে এই চলে আসছে।
    বিশ্বাস রাখো, বিশ্বাস করো এই সৃষ্টিকে।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments