• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৩ | জুলাই ২০২১ | শিল্প-সাহিত্য-সংবাদ
    Share
  • শিল্প-সাহিত্য সংবাদ :

    || এ-টা সে-টা ||

    'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই ও অন্যান্য প্রকাশনার খবর। (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো।)


    দেশান্তরের কথা(*)— (সন্ধ্যা ভট্টাচার্যের ডায়েরি থেকে); সম্পাদনা -- উমা ভট্টাচার্য। প্রকাশিত হবে সেপ্টেম্বর ২০২১, প্রকাশক: পরবাস।






    তাড়োবা থেকে টিমবাকটু(*)— পরবাস প্রকাশিত ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রার প্রথম বাংলা বই। তাড়োবা থেকে টিমবাকটু, মনওয়ি (জনসংখ্যাঃ১)-ম্যাডাগাস্কার-মায়ানমার-মস্কো ইত্যাদি নিয়ে ৩৬ কাহিনী, ৭ টি মহাদেশ ও ৩০টি দেশ জুড়ে। প্রচ্ছদ ডিজাইনও লেখকের নিজের।





    মধুপুরের পাঁচালি(*)— সমরেন্দ্র নারায়ণ রায়ের কথায় ও দীপঙ্কর ঘোষের আঁকা প্রচ্ছদ ও রঙিন ছবিতে ভরা দ্বিতীয় বই। প্রকাশক: পরবাস।




    এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments